মৃত্যুর গল্প বলোনা বেঁচে থাকার গল্প বলো
কীভাবে জলোৎসব হয় পাহাড় চূড়ায় তার গল্প বলো
সাম্যবাদী সরলতায় মুঠোভরা জ্যোৎস্নার ফসল
কেমন করে সঙ্গমানন্দে ঘাসশিশিরে চুমু আঁকে
তার গল্প বলো
অহর্নিশ মৃত্যুর সাথেইতো হাত ধরাধরি জীবন


মৃত্যুর গল্প নয় গোলাপ প্রেমের গল্প বলো
ঘাসগালিচায় শুয়ে আকাশ দেখার গল্প শুনতে চাই
গ্রামের পথ ধরে শৈশবে ফিরে যাওয়া
বৃষ্টির টাপুর টুপুর
কাদাজলে লুটোপুটি
কচুরীপানার ভেলায় করে ভীরুমনে জলে ভাসার গল্পো বলো


যখন থেকে জন্ম জন্ম খেলা
সেই থেকেইতো মৃত্যুর সাথে সহবাস
আমাকে মৃত্যুর কথা বলোনা
সমুদ্র ঝড়ে যে মৃত্যু ফেরার হয় নাবিকের মুঠোয়
আমাকে তার কথা বলোনা


আমাকে শিশিরের বেঁচে থাকার গল্পো বলো
মাটির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা সবুজ গন্ধে যে বীজ
নতুন কিশোরীর শিহরন জাগানো যে আনন্দ
তার গল্পো বলো


মৃত্যুর কাছে নতজানু নয়
উর্ধ্বমুখি বৃক্ষের গল্পো বলো
মাটি মাখা বৃক্ষের শিকড়ের কাছে ফিরে যাওয়া
সেই মানুষের গল্পো বলো ॥


                      ৩ আগষ্ট ২০২২, আটলান্টা