(সুস্থ থাকুন জগতের সকল মায়েরা)


“মা”- বললেই খুলে যায় আসমান দুয়ার
মখমল হৃদয়ে নেচে উঠে ঝর্ণা ধারা
“মা”- বললেই নদীর জমিনে শত ঢেউ
নেচে বেড়ায় আপন বলয়ে
“মা”- বললেই জোনাক-জঙ্গলে
স্বপ্নবুনা নির্ভয় রাত
“মা”- বললেই শব্দরাগে পাখির গুঞ্জন
লুটোপুটি শৈশব আর চাঁদমামা সুর
“মা”- বললেই ভোরের অবয়ব
মোয়াজ্জিনের আজান সুর
মন্দিরের ঘণ্টাধ্বনি
“মা”- বললেই আমার আকাশে
বর্ণমালার রংধনু
“মা”- বললেই কাঁচের দেয়ালের এপারে দুটো চোখ
ওপারের পানে যেন শেকড়-দৃষ্টি
“মা”- বললেই আকাশ ফাটা রৌদ্র নাচন
ঝুমঝুম বৃষ্টি কথা
ফুল কুড়ানো শিশির সকাল
“মা”- বললেই প্রহরের অপেক্ষা কোমল চোখ
“মা”- বললেই পালক মেলা জলের ধারা
উৎস থেকে অনন্তে শব্দ বচন
যেন শরীরভেজা বকুলদানা
আমার বর্ণমালা
.......................................................................
May14 2017 Atlanta