তোমার শহরে কী সুন্দর রামধনু বিকেল!


আমার শহরে আকাশ শুধু বৃষ্টি ঝরায়!!


তোমার হাত ধরাধরি প্রজাপতি সময়ে
শব্দের মূর্ছনা উড়ে যায় রামধনু দিগন্তে!


তুমি কি এখন ঘাসবাগানে নরোম পায়ে হাঁটছো
নাকি ‘কফির ঠোঁট’ হয়ে চুমু খাচ্ছো লাল সিরামিক মগে!


আমার শহর! জমাট বৃষ্টি বিকেলে ডুবে যায় টাইটানিক হয়ে!
অতলান্তে একা!!!


তুমি হয়তো মাছের এ্যাকুরিয়ামে আঙ্গুল ছুঁয়ে
দুরন্ত প্রেমিকার মতো হাসছো শুধু


আমি বৃষ্টির জোয়ারে যাই ভেসে প্রান্ত থেকে প্রান্তে


সেই কবে! মনে পড়ে?
ছাদবাগানে খুব কাছাকাছি থেকে
আমরা স্নান করছিলাম পূর্নিমাজলে!


আজো তোমার আকাশে কতো রঙ উড়ে যায়
আর আমি! আটলান্টিকসম বৃষ্টি জলে ডুবে থাকি!


বৃষ্টির হাইওয়ে ধরে যদি কখনো মিশে যাই
তোমার রামধনু আকাশে!
তবে মনে রেখো, ভুলে যাওয়ার চেয়ে এমন কঠিণ সত্য পৃথিবীতে নেই আর!


৬ জুলাই ২০২৩
আটলান্টা