যদি কখনো তোমার খুব মনে হয়।
যে বহু বছর পর তোমার প্রচণ্ড শান্তি লাগছে।
যদি মনে হয় আমার বিরক্তিতে আজ তোমার আর স্পর্শ নেই,
আজ সুনিবিড় শান্তি তোমাকে স্পর্শ করে যায়।
তবে জেনে রেখো সেদিন হয়তো বা আমি আর বেঁচে নেই।
তোমার দেওয়ালের প্রতিটি ইটে আমি আজ মিশে গেছি নিরবে নিবৃত্তে।
তুমি আর তোমার অনুভূতিগুলো আজ মুক্ত স্বাধীন।
আমি আজ তোমায় দেখতে পাই কিন্তু ছুয়ে দেখার অধিকার নেই।
তোমাকে আজ আর হারানোর ভয় ও নেই।
আজ আমায় দেয়াল আর আটকায় না জানো...!
বাঁধা গুলো আজ আমার বন্ধু...!
আমাকে এখন আর দরজা খুঁজতে হয়,
মানতে হয় না কোন নিয়ম কানুন...
যা ইচ্ছা তাই পারি দিব্যি..
এত এত স্বাধীন আমি....
তবুও প্রচণ্ড কষ্টে আমি কুঁকড়ে যাই
প্রচণ্ড কষ্টে আমি ভেঙে পরি...
যখন তোমার সাথেই থাকি অথচ তুমি আমার স্পর্শ বুঝ না!!