রাশেদুল উকাশা
.
সিঁড়ির ধাপে বসলো এসে শূন্যতা,
তুমি থাকলে হয়তো পেতো পূর্ণতা।
পথিক, তুমি পথ ভুলেছো? ব্যস্ততা!
চেয়েই দেখো স্বজন আছে, 'বন্ধুতা'।


এই যে সময় চলছে নদী বইছে তা,
রিক্ত বেদন ভুলুক সকল ব্যর্থতা।
বোধের ডানায় ভর করেছে স্তব্ধতা?
জাগছে মানুষ দ্রোহেই আসুক স্বচ্ছতা।

সূর্য যখন বিলায় আগুন গনগনে,
বুঝবে কখন বিদ্রোহটার এই মানে!
ঝিমাও বসে অন্ধকারের কোন কোনে?
সময় কিন্তু যাচ্ছে সরে কার পানে?


ভুল কোরো না প্রাণের দাবী সূর্যটার,
ক্লান্তি ঝাড়ো স্বপ্ন আঁকো সত্যটার।


ঢাকা
১২.০৫.২০২৩