বুকের ভিতর একটা পাথর না হয় থাকুক জমে,
মুক্তোহারা ঝিনুক ব্যথা বাঁচুক কষ্ট চুমে।
দু'হাত ভরে মোহর জমুক সুনীল ব্যথা বামে,
প্রাত্যহিকে জীবন কাটুক কঠিন ধরাধামে।  


তূর্ণনদী মরুর ব্যথায় কাঁদুক জীবন ভরে,
দিন ফুরালেই সন্ধ্যা আসে গহীন বালুচরে।
খেয়াঘাটের ভুল তরণী ভুলের মাসুল গোনে,
দূর বেদনায় শালিক ডাকে আঁধার ঘেরা বনে।


জীবন নদী বিষাদ ছড়ায় দুঃখের দীর্ঘছায়া,
এই নদীটা ভীষণ বধির যায় না তারে ছোঁয়া।
নদী চলছে, নদী চলছে, নদী কোথায় যাও?
পালের নাও, পালের নাও,আমায় নিয়ে যাও!


আমায় তুলে ধর এবার অমরাবতীর পাশে।
আর পারি না ক্লান্ত বিষম বসন্ত তালাশে।