ফুলের পাশে পথিক বিভোর
রাশেদুল উকাশা


সর্বহারা স্বপ্ন যখন মগডালেতে বাধলো বাসা,
তোমার তখন দুলছে হৃদয় অন্য ভূমে,
বিরান মাঠের আমি তখন রিক্ত চাষা।


তুমি যখন সুখের ঘরে তুলছো ফসল,
প্রবঞ্চনার বিষম সানাই সুর তুলেছে,
আমি তখন তীরন্দাজে লক্ষ্যভেদী, দারুণ সফল।


তুমি যখন সব হারানোর ব্যথায় কাতর,
বুঝছো ভীষণ অশ্রু ভরা নয়ন ভাষা,
আমি তখন শিউলি তলে ফুলের পাশে পথিক বিভোর।