তোমার জন্য মন মেতেছে,
জ্যোৎস্না ছুঁয়ে দেবো!
অধরাকেই ধরবো এবার,
আকাশ কাঁধে নেবো।


এতই সহজ নীল সায়রে
নিজের বিম্ব দেখা।
ফুল্ল কুসুম প্রস্ফুটিত
বিরূপ ভাগ্য রেখা।


তুমি যখন নীরব রহো,
বাক্ হারাদের দেশে।
বুকের ভিতর শূন্য আমি,
শূন্য অবশেষে।  


মনোবৃত্তি জানাই আছে
পাণিপ্রার্থী কার!
অবিশ্বাসের পাথর এবার
সরাও চমৎকার।


আবার এসো আমার কাছে,
আগাম সম্ভাষণে।
তুমি কিন্তু 'তুমি'ই থেকো,
বিমূঢ় সম্মোহনে।