স্বপ্ন ছেড়ো নাকো
রাশেদুল উকাশা
.
কষ্ট ঘেঁষে বসলো এসে
মানুষ, দুখী মানুষ!
মানুষ হাসে, ছদ্মবেশে
উড়ায় সুখের ফানুস।


অতল জলে সজল আঁখি
ভাসছে, মানুষ ভাসছে।
বুকের পাঁজর খুঁজছে দোসর
ভাগ্য তখন হাসছে।


কাঁদছে মানুষ ভীষণ দুখী
অশ্রু ভরা চোখে,
কোন কাফেলায় সুখের পরশ,
হাস্য কাহার মুখে?


মানুষ মনিব, মানুষ প্রভু,
মানুষ পুষে আগুন।
দীর্ঘ সময় মানুষ খুঁজে
মানুষ দেখেই জাগুন।


মানুষ জাগছে, ভীষণ ক্রুদ্ধে
বিপ্লবে বিদ্রোহে।
নিঃস্ব মানুষ, সূর্য দুয়ার
খুলছে প্রেমের দ্রোহে।


মানুষ জাগছে, মানুষ হারছে,
পুষছে কুকুর বুকে।
আঁধার পথেই মানুষ শীর্ষে,
ধূর্তজনাই টিকে।


মানুষ খুঁজছে মাটির ফালে,
শস্য রাঙা হৃদয়,
মানুষ যদি শূন্যে হারায়,
কি রয়! তাহার কি রয়?


দীপ্ত মিছিল প্রবল শপথ
মানুষ, তুমি থাকাে।
আবার যুদ্ধ হয়তো হবে,
স্বপ্ন ছেড়ো নাকো।