কেমন হবে সেই দিনটা
যেদিন হবে আমাদের ছাড়াছাড়ি
আমিই নাকি করি বাড়াবাড়ি
কিছু কষ্ট কি ছুঁবে তুমি
নাকি শুধু উড়ে যাবে শুকনো স্মৃতির মর্মর পাতা?
এখনই বোধ করি অনুভূতিতে ক্যান্সার ধরেছে
অনুভূতিরা ভোঁতা হয়ে গেছে।


শুধু ঘরটাই হলো না
বাকি সবই তো হলো
মুক্তি হলো, ছাড়া হলো, তোমার ভালো থাকতে চাওয়ার চাওয়া পূরণ হলো
আমার আত্মসম্মানে লাগা ব্যাপারগুলো নিয়ে তোমার সাথে চাপাচাপি করার আর কেউ থাকলো না।


যদি কোনোদিন গলে বরফ জমা রাগ
তুমি কি সেদিন কাঁদবে কিংবা জাগবে রাত?
ভুলগুলো আর ফুল হয়ে
ফুটবে না নীল হয়ে
সকালে তোমার ঘুম ভাঙিয়ে
একটু কণ্ঠ শোনার ইচ্ছেরা বরবাদ।
ঝগড়াদের ছুটি
আমার রাগ, তোমার ভুল, শতত্রুটি
তোমায় নিয়ে স্বপ্ন ছোঁয়ার ইচ্ছে
বিলাস জ্যোৎস্নায় ভরা চাঁদ
দুটো দীর্ঘশ্বাসে উড়ে যায় আজ
ক্যান্সারে ধরা শুশ্রূষাহীন অনুভূতির কোলাজ।