তোমার ছোঁয়ায় গড়ে ওঠা
আমাদের দুই কামরার সংসার
তোমায় কেন্দ্র করে নিজ কক্ষপথে
ঘূর্ণায়মান আমার দিনপাত,
তুমিই আমার গন্তব্য
অফিস থেকে বাসায় ফেরার
এখন ফেরা, না ফেরা একই ব্যাপার
তোমার অনুপস্থিতিতে হৃদকম্পনের
অবোধ্য নৈঃশব্দ্যেরা এঁকে যায়
আজ উপস্থিতির আবদার।


বৃষ্টি হলেই,
ছিল চাইবার কথা খোঁজ
ফিরিয়ে দেয়া হয়নি কত মায়া
যদি হৃদাকাশে ডাকে মেঘের ঘন স্রোত
আঙুলডগা বেয়ে পরে বৃষ্টিফোঁটা
জমে যায় শব্দহীন কথা শত
ভাষারা আজও সবই পরাজিত।