থাক, ভালোবাসা থাক


স্মৃতিতে আদরে চাদরে জড়িয়ে থাক


মায়ার বাঁধনে গোপনে আপনে থাক


মধুর কথাতে আশাতে কাঁদাতে নীরবে লুকিয়ে থাক


চোখের জলেতে সন্ধ্যেবেলাতে সলতে প্রদীপে থাক !



হলুদ খামের চিঠিতে যা হয়নি বলা


স্বপ্নগুলো কেমন যেন গভীর কাজল মাখা


আঁধার রাতে প্রেমিক পাখি, ক্লান্ত উদাস গলা


হলুদ খামের সেই চিঠিটাতে কিছুই হয়নি লেখা...............



থাক, ভালোবাসা থাক


রাগে অনুরাগে অন্ধ আবেগে থাক


মানে অভিমানে প্রিয় কোন গানে সুখে থাক


বাসর ঘরে দুষ্টু আবদারে লজ্জার সুরে প্রেমে থাক


রাতের আঁধারে সুখের সাগরে মৃদু স্বরে ঢাকা থাক !



হলুদ খামের চিঠিতে যা হয়নি বলা


স্বপ্নগুলো কেমন যেন গভীর কাজল মাখা


আঁধার রাতে প্রেমিক পাখি, ক্লান্ত উদাস গলা


হলুদ খামের সেই চিঠিটাতে কিছুই হয়নি লেখা...............



থাক, ভালোবাসা থাক


অল্প স্ব্ল্প কোন তুচ্ছ গল্প হয়ে থাক


তোমাতে আমাতে একাকারে গভীর প্রেমেতে থাক


মেঘলা আকাশে মন্দ বাতাসে শ্বাসে-প্রশ্বাসে মিশে থাক


প্রেমের আঁচলে চোখের আড়ালে অন্তরালে বাঁধা থাক !



হলুদ খামের চিঠিতে যা হয়নি বলা


স্বপ্নগুলো কেমন যেন গভীর কাজল মাখা


আঁধার রাতে প্রেমিক পাখি, ক্লান্ত উদাস গলা


হলুদ খামের সেই চিঠিটাতে কিছুই হয়নি লেখা...........................