ভুলে যাওয়া ঠিকানা হঠাৎ খুঁজে পেলাম
মনে ছিল এখানেও আমার ঘর আছে
দীর্ঘ পাঁচ বছর, অথবা তারও বেশি
ঘুরে বেড়িয়েছি অচেনা অলিতে গলিতে
আপন করে নেব ভেবে ভরিয়ে দিয়েছি
যেটুকু আপনার বলতে সংগ্রহ ছিল
টুকরো লেখনীতে, মায়ার অক্ষরে ছড়িয়ে
আছে আমার আমিটুকু ধুলোমাখা রাস্তায়
বিকেলের ঝুল মাখা একলা অলিন্দে
মনকে উজাড় করা সহজ না কিন্তু তা
অবলীলায় কিভাবে এতদিন ঘুরে বেরালো
ভেবে দেখি অন্য দিন ছিল, এখানে
ফিরে আসতেই হত, প্রথম পা ফেলার মাটি
বুক দিয়ে আগলে রাখার মতো আশ্রয়
আমি ভুলতে চাইলেও আমাকে ভুলবে না
এই বিশ্বাস নিয়েই ঘর সারাই করতে পারি