ওরা মায়া মাখিয়ে কেবল বোঝাতে চাইছে
পর্দার ওপার থেকে।
পর্দা ? নাকি তরল অভিমান, জমে থাকা ক্ষত...
কেউই আজ আর পাশে দাঁড়ায় না,
প্রতিশ্রুতির নামে
বাসি সিগারেটের ধোঁয়া ও ছাই,
কে যেন বেশ বলেছিল প্রেমের কথা,
প্রেমের কথা শুনলেই
কিশোরী হয়ে যাই আমি, বুকের ভিতর
চলকে ওঠে নেশা জাগানো আলো,
রঙবেরঙের আলো,
চৌকোনা খোপ ছেড়ে পাড়ি দেয়
জীবনের ঝুঁকি হতে, কাটা এক গণ্ডি পেড়িয়ে
বৈপরীত্যের লোভে,
ছুঁতে চায় শারীরিক মাংস আর
মাংসল রস তো কবে আগুন হয়ে
মাতিয়েছে নগর,
অন্যপাশে ভালবাসার, ভালকথার মহিমা।
সব গালগল্পেরা সত্যি সেজে থাকে
ভার্চুয়ালি দক্ষতায়,
স্পর্শের বাইরে জগতের তুমুল হাতছানি
ভাবায়, খানিক বোঝায় কে বা কারা যেন
ঝাঁপ দিয়েছিল
মরীচিকার অতলে, বোধ হারিয়ে সন্তর্পণে।।