একটি কলি নষ্ট হয়েছে
দেখার ছিল না কেউ,
নষ্ট পথিক নষ্ট করেছে
বলার ছিল না কেউ।

যে মালিকে বিশ্বাস করে
দায়িত্ব দিয়েছে প্রভু
সেই মালিটাই নষ্ট করে
কলিকে করেছে ধ্বংস।


এই সমাজে বিচার পাওয়ার
অধিকার তাদের আছে,
যাদের নাকি চেনা জানা
উপর লেভেলে আছে।


আগেও অনেক নষ্ট হয়েছে
বিচার পায়নি কলি,
কালের আবর্তনে
কেউতো মনে রাখেনি।


আর কত কাল মরবে কলি
এই সমাজের কাছে,
কলিরা কি এই সমাজে
মরার জন্যই আসে?