আনন্দ পাও কি?
রাসবিহারী ঘোষ


রাতের অাঁধারে তারাগুলো কাঁদে,
ছেঁড়া ত্রিপলের নিচে এক চিলতে বাঁচা।
একটা মাটির বাড়ি,এক কোণে হরিতলা,
গেল বানে সব ভেসে।
কয়েকটা পেট পাত পাড়ে নুন ভাতে,
শুধুই হাহাকার চারিদিকে।


এরপর ও শিউলি ফোটে কারো উঠোনে,
পুজোর ম্যারাপ কোথাও কোথাও।


অন্যের দুঃখে আমাদের গা সওয়া,
কিন্তু, আনন্দ পাও কি?