পিঠ সেঁকছে ঝাঁপ পুকুর...
রাসবিহারী ঘোষ


পিঠ সেঁকছে ঝাঁপ পুকুর ভাদ্রের চড়া রোদে
দু একটা বেহায়া ছায়া খুনসুটি অবিরত
ঢেউয়ে
করবী  বাঁধছে খোঁপা আড়চোখে মোড়ায় বসে
বুড়ো শশা  দুলছে মাচায় ফোকলা হেসে
কুমড়ো লতা শুয়ে শুয়ে চড়বে নাকি
পেয়ারা গাছে
খেলতে খেলতে ট্যারা চোখে মাছ ওপর নিচে
নীল আকাশটা মুঠো মুঠো সবুজ হরিলুট চারপাশে
মেঘের তুলি আঁকছে ছবি হরেককিসিম  ক্যানভাসে


আর পিঠ সেঁকছে ঝাঁপ পুকুর ভাদ্রের চড়া রোদে।