উলগুলান
রাসবিহারী ঘোষ


ভুঁইটা অনেকদিন আচোটা পড়ে ঝোপঝাড়ে
কোনো আদিম অধিবাসী সিংবোঙা ছিল এখানে
কাছিমের খোলে লুকিয়ে প্রাণপণে
তারপর দিকু, আড়কাটি,বাবুতে
গেল ভরে।


এখন কোদাল কোপায় কালো ভারত
ঘেমে নেয়ে
বাবুরা, সাদা সাহেবদের যোগ্য উত্তরসূরি হয়ে
জঙ্গলের তো আর অভাব নাই আমাদের
পশুগুলো সব মুখোশ পরে বেঁধেছে
সভ্য ঘর


ভুঁইটা কি করে, কবে, হাতবদল কে জানে?
কালকের দলিল আজকের ঘানি টানে
উলগুলান চাই উলগুলানের বনে
ঘাম রক্তেরা আগুন লাগাচ্ছে মনে।