মানুষ যখন সুখের অভাব অনুভব করে তখন নিজে নিজেকে কষ্ট দিয়ে পৈশাচিক সুখ খোঁজে।
কেউ উত্তপ্ত রোদে হেঁটে হেঁটে।
কেউ ঘুম কে চোখ থেকে তাড়িয়ে।
কেউ ক্ষুধার্ত পেট কে খালি রেখে।
কেউ'বা ঝিমিয়ে বসে অন্ধকারে মশার কামড় খেয়ে।


কেউ কেউ নিকোটিন এর বিষাক্ত ধোয়া পান করে ধীরে ধীরে মৃত্যু কে শ্মরণ করে।
ধুমপায়ীদের হয়তো দুঃসাহস নেই তাই তারা ধীরে ধীরে মৃত্যু কে আহবান করে, নিশ্চুপে মৃত্যুর পথে হাঁটে।


কেউ কেউ তো সাহস করে রেলিং ঢেঙ্গিয়ে লাফিয়ে পড়ে...........


কেউ আবার গাড়িরচাকায় না হয় স্লিপিং পিল কে উত্তম মনে করে।