থমথমে রাত, ঘড়িতে তখন পৌনে এগারোটা।
হঠাৎ এলে তুমি, চারপাশে আঁঁধারের ঘনঘটা।
অবাক চোখে তখনো আমি চেয়ে, বাড়ছে বুঝি নিস্তব্ধতা
বলেছিলে অনেক কথা, অধরে ছিলো নিরবতা।
আমারো যে কিছু বলার ছিলো
অন্যায় যুদ্ধের ও নিয়ম ছিলো
সেই যুদ্ধে দুজনই হেরেছি
দুজন দুজনার অর্ধেকটা পেয়েছি
যতবার তোমার পথে হেঁটেছি, ততবারই পথ হারিয়েছি
তুমি যে আজ আমার সামনের দৃঢ় মানব।
হাতটা নাহয় ধরেই ফেলি
আবার চেনা পথে হাত বাড়ালাম
ঝিঝিঁর ডাকে তোমায় হারালাম
বাড়ছে রাতের নিরবতা, আধারের ঘনঘটা
থমথমে রাত, ঘড়িতে তখনো পৌনে এগারোটা!!!