নিকষ কালো মেঘ কেটেছে
আকাশ এখন ফকফকে
বিষাদ এর ছায়া হারিয়েছে
অতি নতুন আলোর কিরণে
সুখ এর হাওয়া শরীরে
অদ্ভুত আবহাওয়ার কবলে
আনন্দ এর রেখাবেষ্টিত তেপান্তর
তাকে নিয়ে গন্তব্য সুদূর দিগন্তর
লাল আভা দেখিয়ে সূর্য নেয় অবসান
বিষাদের রাতে তোমাকে জানাই আমন্ত্রণ।


নিশিকর আকাশে উদয় হয় যখন
জ্যোৎস্নাও খোঁজ করে তোমার তখন
তারা'রা আকাশে ছোটাছুটি করে
বলে তোমাকে হারালে; তারা যাবে ঝরে
দীপ্তিমান চন্দ্র জ্যোৎস্না তোমার হাসি
হুট করে বললে এই আমি আসি।