একটা স্লোগানের জন্য
রতন সেনগুপ্ত
  
সব স্লোগান নৌটঙ্কি
আমরা কোথায় দাঁড়াব একটা স্লোগানের জন্য
যে উচ্চারণে শুদ্ধ হবে বুকের ভেতর উথাল-পাথাল
কবিতা উপহার যাবে, নেবে জন্মান্তর


আমাদের বেচে যাদের সুখ, যাদের জয়
জয়গান তারাই গায় – আমরা পার্শ্ব চরিত্র আর ভয়
ছেঁড়া জামা, নগ্ন পা বেঁচে থাক  
নাহলে হতাশ হবে সমাজ, ভিক্ষাদানে পুণ্য বাড়ে বড়


আমাদের ভর্তুকি জীবন
কে জানে কে কাকে ভর্তুকি দেয়
আমরা হাত পাতি, এ তাদের বড় সম্পদ    


হাত আছে, ন্যায্যতা নেই, কাজ আছে –
কাজও ভিক্ষা হয়ে বাড়ন্ত সমাচার


সব স্লোগান নৌটঙ্কি
সময় বয়ে গেলে কড় গুনে দেখি
কতকাল আমাদের অপেক্ষা
একটা স্লোগানের জন্য