অসাংবিধানিক
রতন সেনগুপ্ত


ন্যাড়া বেঁধে পারে আছি
সহজ পাঠও শিখিনি ঠিক করে
শিখেছি শেখান বর্ণমালা
তাই দিয়ে গেঁথে নি ছেঁড়াকাঁথা


তুমি শখের উনুন জ্বেলে খিচুড়ি বানাও
দেখাও গদি আঁটা বিছানার শখ
আমি জবাফুল এনে রাখি সিংহাসনে
যদি হয়......  


কেউ বলে ফেরিওলাদের দেশ নেই কোন
সুদের বহরই দেশ তার
ইনির-বিনির হলে পাততাড়ি গোটায়
মাথা নত করে আছে সব মহাশয়


তার জন্য চওড়া রাস্তা ঘাট, বিদ্যাসাগর
যতটুকু তার প্রয়োজন
তারপর আমাদের আসা - যাওয়া অস্থায়ী লাইটপোষ্ট
জলপানি নিয়ে খাটে – আজীবন ক্রাচ সাথে
দুর্নীতি আর মুখের সন্ধিপাঠ

কোন মারমুখী সূর্যস্তব লাগাম ছাড়ালে
ফলপ্রসু গোলাপের রঙ শরীর ছোঁয়
তখনই বাজিয়ে দেবে
শব্দ-তরঙ্গ-সঙ্গম দেশদ্রোহী গান
সব অসাংবিধানিক – কুলক্ষণ