অসুখ  
রতন সেনগুপ্ত
------------------
চিতাভষ্মে লেখা থাকে না অক্ষরের টান
জল মাটি কাদা হয়ে করপুট উপচিয়ে পড়ে  
ঘানিগাছ শিহরন জাগায় অলস নগ্নাচার
ঘামের উপরে নাচে শিশির
বোঝে না কার পক্ষে যাবে কাণ্ডজ্ঞান
বার বার বিরোধী হয়ে যাই


নীরব পর্বান্তর উল্টো প্যাঁচের ফাঁসে
অনেক হয়েছে, হিমনীল খেলা রাখো
মুখ চোখ শাসাবে জন্মিত
লজ্জা জন্মাবার আগে দুপায়ে হাঁটো
হিসাব চোকাতে হবে


অকম্মা ঢেঁকির মতো আর প্রদর্শনে যেও না
কবরের ফুলে সাজিও না সকড়ি
বৈরীতা চষে জন্মান্তর, ঘাস লতাপাতাও জানে
সাময়িক জয়ের নেশা ফেরাবে অগ্নিপাত, ভয়
সে বড় সুখের নয়