আত্মকথন
রতন সেনগুপ্ত
------------
বর্ণমালা সাজাতে পারি না
অভিধান দেখা এক গভীর যন্ত্রণা
হাতরে হাতরে আগে পিছে
জড়াচ্ছে  পাতা
ভুল বর্ণে হাঁটে কবিতার খাতা
তোমাকে কি করে ভালবাসা পাঠাব অক্ষর
বর্ণভুলে শব্দ ভরা


কার কাছে পাঠ  নেবো, আদল বর্ণচোরা
মাঠ ময়দান থেকে অফিস ভবন
খেলে তাস, তাসের খেলা - খোলা যৌবন


গঙ্গাজলের ছেটা মেখেছে গায়
দলিত স্পর্শরেখা সযত্নে এড়ায়
পাদুকা মাথায় নিয়ে অপমান হাঁটে
কার কাছে পাঠ নেবো - ভালবাসা


আমার শীর্ণ শিথিলতা
বহু শতাব্দী দূরে ঠেলে ক্রোধের আগুন
অহিংস করো না আর
নিহত রক্ত চলাচল সহিষ্ণুতা


জলমেঘ ভাসে, যদি বৃষ্টি আসে
ভাসাও এ বিপন্ন স্থিরতা
এলোকেশ খোঁপা বেঁধে এসো
স্রোতের আকর হয়ে খাবো চৈত্য-বন্ধকী
ফেরো এবার ভালবাসা