বসন্ত এসে গেছে
রতন সেনগুপ্ত


শরৎ এসেছিল, বসন্ত এসে গেছে
দূর্গা সন্তান ছুঁড়ে ঝাপাল গঙ্গায়,
সমাপ্ত জ্বালা, ঘৃনা,অভিমান
বিসর্জনের পালা, স্থান হাওড়া ব্রিজ, শহর  কোলকাতা


বসন্ত এসে গেছে
দু'টাকায় এক কেজি চাল, সরকার মহান
মৃত স্ত্রী কাঁধে বারো মাইল  হাটেন মহা বলবান
বসন্ত এসে গেছে


প্রেম পরে আছে  তীর বেঁধা পাখিটার পাশে
বসে গেছে হাত, একা বেকার
বয়ে যাচ্ছে  কালো মেয়েটির বয়স কাল
চেয়ার বিমুখ, শেখেনি সে এককলি রবীন্দ্রনাথের  গান
ফেয়ার এন্ড লাভলি মেখে দেয় প্রতিদিন  অপমান
বসন্ত এসে গেছে


অসম্ভবা রুগ্ন মায়ের কন্যা সন্তান
আপদ কিশোরী এখন  চড়বে বিমান
যোনি-রক্তে ভাসবে, এদেশে, তৈল প্রদেশে
নিস্তব্ধ স্লোগান, মূক-বধির রাষ্ট্র দারয়ান
বসন্ত এসে গেছে


বসন্ত এসে গেছে, মহা ধুমধাম, অজস্র পাতা ঝরে গেছে
মহাকাশে, চাঁদে, মঙ্গলে, তিরুপতি-বিজ্ঞানে নব পরিধান
বসন্ত এসে গেছে, অজস্র সিনামা, নাটক, সিরিয়ালে
ভারতবর্ষের নাম আছে, জন কয় ধনী উপর তালিকায়
গর্বে বুক ভরে গেছে, নাম আছে, নাম আছে বসন্ত বাহার


বসন্ত এসে গেছে, লাছাবৌদির  ছেঁড়া আঁচলে খুচরো পয়সায়
ধর্ষণ-মৃত মেয়েটির লাশ কাটা সন্ধ্যায়
লক-আউট গেটে, আটঘন্টার লড়াই হারিয়ে শ্রম দিনে,
আই টি সেক্টরে যন্ত্র মানবে রাত বিনিময়,অনিশ্চিত ভাবনায়


বসন্ত এসে গেছে, প্রতিদিন আচ্ছে দিন রঙিন
এগিয়ে চলেছে দেশ,পেছনে উপ-দেশ
আসছে নতুন প্রমিস, তৃষ্ঠ ক্ষনিকের অবকাশ
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্ত আসছে এবার