বিস্তারী ভয়
রতন সেনগুপ্ত
-------------
কত কিছু লেখার থাকে লিখতে পারিনা
কত কিছু বলার থাকে,
ব্যস্ত সময়, কম রোজগারে খায়
বৃষ্টি পরে বিছানায়, অফুরান বর্ষা রাত
আসে যায়


তুমি বদলের গান গাইবে বলে
বাঁশি নিয়ে ছিলে
কোথায় সে রাখাল তুমি, যা জন্মবধি ছিলে
এখন বেহালার সুর মূর্চ্ছনায়
অভিজাত দর্শক হাততালি দেয়


আমাদের রাগ রাগিণী চুরি হয়
নিকট আত্মীয়-কথায়
বুক থেকে হৃদপিন্ড খুলে রাখি দরজায়
মনে হয় তুমি আমাদের ছাড়া অন্য কারো নয়


দিগন্তের উৎসব থেকে বাণী আসে ঘরে
মরকের সুর ভাজে ঘরণী আমার
বীতশ্রদ্ধ জ্বালা কোথায় উগরাব
বসন্তের সব হাওয়া লুঠ  হয়ে গেলে
অপেক্ষায় পরে থাকে বিস্তারী ভয়