চোখ
রতন সেনগুপ্ত


চোখগুলো অ-জীবনানন্দ
এক রাজা ও রানীর গল্প
পাতার ওপর ছলাকলা করে
কথার করতাল


মাথা খেয়ে ছোটে রথ
রাজা বদলের গান
চোখ তার কবেকার নতমস্তক অধিরথ


সময়-স্বদেশ ঠোঁট উল্টিয়ে গালি দেয়, ঝরে অশ্রুজল
জিভ চেটে নেয়, চোখ চেটে খায় সমকাল


স্মৃতিবিহীন ধারাপাত নুতন করে পড়ে
রি-প্রিন্ট বা নুতন সংস্করণ
বড় দীন মানব জীবন

মূক মোমবাতি রাজপথে হাঁটে
সারথির হাত পা
চোখগুলো ক্যামেরা মুখো
রাজপথ ভাঙে সন্ধ্যা


চোখগুলো অ-জীবনানন্দ
এক রাজা ও রানীর গল্প
পাতার ওপর ছলাকলা করে
কথার করতাল