দেয়াল
রতন সেনগুপ্ত


কথা দিয়ে ভুলে যেতে পারে
দায় নেই জ্বালাবে জোনাকি
ঘনিষ্ট প্রেমের শেষে ছুঁড়ে দিতে পারে
মাথা নেই দিব্যি দেবার


আঁতিপাঁতি ফাঁকফোকর মজা নদী
চিতা ভস্মে ভাসাবে শরীর
বলা যাবেনা বজ্জাতি, পরম্পরা প্রেমহীন শরীর স্বীকৃতি
আদিগন্ত আদেশনামা


কার আগে কে দাঁড়াবে একের ওপর দুই, দুইয়ের ওপর...
অন্ধ-মানস চোখ বলে দেবে
কে পাবে করতালি


অদৃশ্য ঈশ্বর বচন রচায়, ভাগ্য কার কতটুকু
সবার ওপরে কোন সত্য নয়
সত্য ফেরি করে আদিত্য ব্যাপারী, দোলায় চামর, ক্ষমতার নামাবলি
ধ্বজা নিয়ে নাচে বিশ্বলোক


দৈত্য-বাগান স্তব্ধ করে না প্রকৃতি, তাকে বিক্রি করে হাসে
তুই, আমি আমাদের ভালবাসা খেউরের তল্পি কাঁধে
দেয়ালের এপাশ-ওপাশ
হাত কামড়ানো জ্বালা, ক্লান্তি, অবসাদ, তবু
ঘুমোস না
বিষ মাথায় উঠে যাবে