ধাঁধাঁ                                                                                                                                                           রতন সেনগুপ্ত  
                                                    
কেউই অপেক্ষা করে না                                           অনুরোধ উপরোধে গোয়ারী তেজ।                                  
মাথা থেকে পা পর্যন্ত নামে,
অপেক্ষার এ দেশকাল -- ভূমিকা ঠিকঠাক না হলেই
পাখিটার বুকে তীর বিঁধে যাবে
এবার করুন লিঙ্গ  নির্ণয়


জ্বলতে জ্বলতে জ্বলে গেল জমানা
গভীর গোপনে যে জ্বলে, সে নারী না পুরুষ?
নারী হলে অধের্ক আকাশ মেঘে ঢাকা, আর অধের্ক বজ্রবিদ্যুৎ
কেউই আকাশ হল না, বড্ড হেয়ালি হলো, পুরুষ  কি সৌরাশিষ?
লক-আউট, লগ গেট মাঠ ময়দান গাড়ির ড্রাইভার
ধর্ষক ভরা, সে নয় হলো পুরুষ,!আর যা দেখা গেল না
ডুবে গেল গর্বের টাইটানিক!


ভাগটা রেখার ওপর দোলে, পায়রার মাংস ছাড়ান হলো
উড়িয়ে দেওয়া হোল সাদা পালক
কয়েকটা প্রাণ  উড়ে প্রচার ছড়াল
না হলে কি জন্য প্রচার মাধ্যম
শান্তি  পুরষ্কার এবার উনি পাচ্ছেন, জানেন মহাশয়
আকাশ উপদেশ দিচ্ছে, হাততালি দিচ্ছে শাবাশ! শাবাশ!


হাতে হ্যারিকেন চিহ্নে পুরুষকে ভোট দিন
সংরক্ষিত হলে নারীকে দাঁড়াতে হয়
ভোট আবার নারী না পুরুষ -- পাগলের প্রলাপ থামান
না হলে গোল্লায় স্থান



পুরানো স্থাপত্যের গায়ে রঙ লাগিয়ে দিলে
জাত-পাত, মহাকাব্য-পুরাণ -- অপেক্ষায় থাকবে না কেউ
সব আধুনিক, মধ্যযুগ কোথায়?
মিথ ভেঙে ভেঙে শরীর নিল, সে শরীর কার
কোন সৃষ্টিকর্তার?


এ এক ধাঁধাঁ উত্তর
ক্ষমতার লিঙ্গ পুরুষ না নারী, কি আসে যায়?
অমনি গর্জে ওঠে মেঘ, বজ্রবিদ্যৎ সহ
পুরুষের যোনি বা জরায়ু আছে?
সব গুলিয়ে যায়, এক ধাঁধাঁ আর এক ধাঁধাঁর জন্ম দেয়
উত্তর কতটা নিরুপায়!!