ধর্মাবতার
রতন সেনগুপ্ত
--------------------
জামিনে ঘুরিফিরি - হাজিরা দিই
বলেছে চোখ রাঙানিয়া - গড়হাজির হলে
জেলের পাঁচিল - যাবৎজীবন অথবা ফাঁসির -
খালাস হবো কবে ধর্মাবতার!


বেকসুর রঙ ঘোরে, তাজ্জব বেকসুর
রাঙায় চারপাশ দেয়াল দস্তিদার
কসরত শুধু আমাদের ফিকে রঙে - বড়োই স্বদেশী আলকাতরায়
খালাস হবো কবে ধর্মাবতার!!


মুখোশের আড়াল গেছে - মুখই মুখোশ
উলুখাগড়ারা জনসভা ভরে - খাটে, পরে তোমার মুখোশ
ঈশ্বর যদি কাছে আসে - দয়ায় সাগর ভাসে
কতফন্দি করে বাঁচাই এ জীবন
খালাস হবো কবে ধর্মাবতার!!!


এ মেঘে কি হবে না বৃষ্টি - কালবৈশাখী?
অজন্মা বন্ধ্যা-দোষ টানে উপর চালাকি
ধর্মাবতার যাব কোথায়?
তুমিও কি রক্ষক চূড়ামনি!!!!


তবে কি তোমার বর্ণপাঠে বেকুব গড্ডালিকা -
শেষমেশ যদি পোড়াই বুড়িঘর, তবে
দখলে জয়ধ্বনি নয় - শেষদিনে
নতুন উৎসব
খালাস দেবার প্রয়োজন হবে কি তখন
ধর্মাবতার