ফিরবই প্রেমে
রতন সেনগুপ্ত


তুই যে হলুদ কাপড়ে আজ রাধা
ফুটপাথ-জিন্সে আমি কৃষ্ণকলি
বাঁশিটা বাজাতে পারি না
দুধ বেঁচতে তুইও দিস না পাড়ি


প্রতিদিন দাপুটে বিজ্ঞাপন  দেখি
হিন্দি বাংলা সিরিয়াল -সিনামা
গাল দিতে ইচ্ছে করে নিজেকে
কোথাও দু:খ নেই, বেকার নেই, জৌলুস চারপাশ
অভাব শুধু  তোর-আমার?


গোলামির হদ্দ কিছু আছে চাকরি-বাকরি
ছেঁড়া শাড়ি ফাটা  প্যান্টে
কত্তা যে কোন দিন বিদায় দিতে পারে
তোর টিউশুনি শহর বস্তিতে, ক'জন মাইনে দেয়
মাস শেষে


এ যেন ইউস এন্ড থ্রো, ডাস্টবিন ভাগ্য জীবন
সরকারি ব্যান্ডপার্টি উন্নয়ন উন্নয়ন কান ফাটাফাটি
আছে কিছু সিভিক,প্যারা,পার্ট টাইম কাড়াকাড়ি, এজেন্ট ব্যাপারী
কি কোরে সংসার পাতি ,বুক ধড়াস ধড়াস


বহুদিন প্রেম হল, রাস্তা ঘাট জানে
বিয়ে কর, বিয়ে কর চটকাচ্ছে  বাডি
বাপকেলে কারো কিছু নেই ব্যবসা-পত্তর করি


যা কিছু প্রচারিত মহান, ইচ্ছে করে বলি বাটপাড়ি , পারি কই?
পেঁদিয়ে তক্তা বানাবে, ঘর ছাড়া, পাড়া ছাড়া, মামার জোর কই?
ওপরে মাতব্বর, নিচে কারবারি, তোলাবাজ, সিণ্ডিকেট, খাঁদ-ঘাট চুরি
এ সব কি করে করি, বাবা বলেন সততা বড় দরকারি


করে খাওয়া বন্ধুরা বলে তোর বাবা সেকেলে বিটকেল
বার খাওয়া ক্ষুদিরাম-- ফুৎকারে ওড়ে বিপ্লবী দেশপ্রেম
কেও নয় ওরা! এখন সুবাতাস, আছে নাকটেপা দুধুভাতি
কথা ভুলে গেছে,জানে শুধু কোথায় আছে অদৃশ্য মই, আলমারি
বড় ঘর বড় রাস্তা নিপুণ তাঁবেদারি


তুই রাধা নোস, আমি কৃষ্ণকলি
বিকলাঙ্গ ইজ্জৎ নিয়ে শেষপাতে বসে আছি
অসহ্য সহ্য সীমানা


তবুও, ঝুলে পরবোনা গাছ ডালে, সিলিং ফ্যানে
প্রেম এতো সস্তা নয় মন জানে, জানিস তুই
শুধু ফাঁসটা ছুঁড়ে দিতে হবে, না পারলে
যাব রসাতলে


তোর উষ্ণতা বাড়া, বাড়া ভাতে দেবনা ছাই কারো
আমিও বাড়াব চরম উত্তাপ, মিথ্যাচারী নই,সংসারী,
ফেরাবই ক্ষুদিরাম, দেব পুষ্পাঞ্জলি


তুই রাধা নোস, আমিও কৃষ্ণকলি--------