গ্রাস
রতন সেনগুপ্ত
------------------
পেছনে পেছনে সব কূট-কাচালী
আগাম গন্ধ শুঁকে খোঁজে মৃগনাভ
অরণ্য ঘন গভীর ক্লান্ত সমাচার
না পেয়েও সরস হতে পারে
পুরনো পথঘাট


এইটুকু অবলম্বন কেড়ে নিলে
একঘেয়ে সংসার
সন্ধের সারকথা সিরিয়াল, তারপর
আর কাজের লোকের ওপর তড়পানি
এরপর


এত বাঁধ দিয়ে দিয়ে স্থবির জল
নেই চলাচল, পাঁক ঘেঁটে কাদার শরীর
বিউটি পার্লার
তারপর


বাবুটি সরস থাকে অফিস কাছারি
মহিলা কলিগ হলে ফেকতানি মারে
লেগে গেলে
কারো কারো হলিডে সংসার
তারপর, ভদ্রজন জুবুথুবু জুবুথুবু
নিজঘর


কিছু না করেও পিঞ্চ নিয়েছে আর্ট ফর্ম
চুটকির সরস জান তার ভুবন মোহন
দুই এক পেগে যায় না রসাতল
নাক সিটকে ঝাড়ে
কিসসু হবে না শালা ফিটকিরি জল


ক্যানেল টা সহর ছাড়িয়ে  গ্রাম
নষ্ট রিপুর মত বানায় হারেম
কতটুকু স্পেস নেবে নিঃশ্বাস


এমনটাই ভাল মাতাল না হলেও
থাকে সর্বক্ষণ  টানটান
এরপর
জানতে চায় না কেউ