হায় ভগবান !
রতন সেনগুপ্ত


সাবালক কয়েকজনই হয়
আর সব ডুব দিয়ে শুচি-স্নান সারে
একই ইস্তেহার
লং মার্চ সম্পূর্ণ অজ্ঞাত


আশ্বিনের বাদ্দ্যি বাজলে সেবকেরা বিজ্ঞাপন দেয়
দরিদ্র নারায়ন সেবা সারা দেশময়
আশ্চর্য বিলাসিতায় গুঞ্জরিত ভ্রমর
আহা দু’এক দিন কি সুস্বাদু মধুময়


একটা ভিখারি সমাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে
কি মহান সমন্বয় – বাবুরা দয়াময়
বুকের ভেতরে অন্ধ নক্ষত্র-বানী উজ্জ্বল
খোদাই সংস্কার - প্রণমি তোমায়


মোড়ে মোড়ে শনির থালায় প্রণামি জমে
বীভৎস রাহুগ্রাস – কাঁধ ছেড়ে একটু নাম
যদি ফুরসৎ হয়, গড়িয়ে দেব সোনার টিকলি হার-


যে শাস্ত্র জানে না রবি গ্রহ নয়
তার ঔজ্জ্বল্য নাচায় মনিহার
রঙচঙে পাথরে সময় বদলায়
হাজার রাম রহিম ভক্ত সমন্বয়
পুরাণ-কৃষ্ণ গায় গনতন্ত্রের জয়গান
হায় ভগবান !