ইশারা                                                                                                11/12/2017
রতন সেনগুপ্ত


কি করে ঠেলে নিয়ে যাব  
নিচে পাঁক
গভীরে টেনে নেয় মৃত অন্ধকার
শরীর খায় আগ্রাসী আচানক
আঁচড়ায় দিন, লীন শব্দযুগল
      
বৈকালিক হাওয়ায় জুড়ি গাড়ি চড়ে যারা – থাক,
এখানে ভাঙা হাট, ক্ষিধের হাঙর
জলসায় চুন কালি মাখে বৈরাগী সবল
আমি সেঁটে আছি কালোমুখি মেয়েটার কাছে, ইশারায় ডাকে
ভরামেঘ অমাবস্যায়


সইতে সইতে সয়ে গেছে গোলক–মন
ভয়ে ভয়ে দূরে থাকি, কি করে মেটাব ভাগাভাগি,
আলো নেই এই জ্যোৎস্নায়, শোন কালোমুখি -  
পিঁপড়ের ডানা দেখি চোখে


ইশারা বলে ভয় নেই ভয় নেই
আমাদেরও আছে কারিকুরি
তরী বাঁধা আছে ঘাটে, দেব পাড়ি
নিয়মেরও চাকা ঘোরে, অন্ধকারেরও ভয় থাকে বুকে
সাড়া দে – আমি যে কালোমুখি