যুদ্ধ
রতন সেনগুপ্ত


আগুন যখন নিজের উষ্মাকে বলে
আয় যুদ্ধ করি
স্বভাব হারায় -
আগুন যাকে পোড়ায় সেতো চাইবেই – স্বাভাবিক
আগুন চিনতে ব্যর্থ হলে – মানুষ জ্বলে
সুচেতনা কবিতা শোনায়


এসব প্রত্যাশার কথা হাঁটে না রাস্তায়
নিরপেক্ষ খোপে থাকে
তোমার পায়ের তলার মাটি দেখেনি কখনো
তুমি যার বন্দনায় আছো অবিরত


খোলসের ভেতরে সাপ, খোলসের বাইরেও
ফনা নাচায়, সাপুড়েও নাচে
নাচি তুমি আমি
নিরাপদ দূরত্বে কেউ নই


নিজের সঙ্গে যুদ্ধ করে কে কতদিন বাঁচে
ইতিহাস জানে, ভবিষ্যতও জানে
শুধু চেনার অভাব, বদলের শঙ্খ
অন্য হাতে বাজে


সব মিছিল কুরুক্ষেত্রে গেছে
সে যুদ্ধ যাদের নয়,
কৃষ্ণ জানেন, অর্জুনকে কি করে
যুদ্ধে নামাতে হয়