রমণী  
রতন সেনগুপ্ত


অচ্ছুৎ হয়ে আছো
ছোঁব কিভাবে, ভাঙছ না তুমি
ভাঙছে নদী পার, জীবন


ওপারের সব ভেঙ্গে গেল
মৌরসিপাট্টা দখলদারি
বাজার ছেয়ে গেল ছ্যাঁকা জাল ছাউনিতে
তুমি শুধু অমাবস্যা, পূর্ণিমা, পাঁজি,
গনৎকার, সব উৎপাত নিয়ে
নিয়মের লক্ষণরেখা মানো, মানো তার হাজার প্রকার
শুয়ে আছে প্রাচীন অজগর


রেখেছ নিশ্ছিদ্র দারোয়ান দেখায় তরবারি
সে তোমাকে শ্যাওলা গা রেখে  
শুচি-চন্দন মেখে বানায় ঘোর সংসারি
ছড়া পাঠে শেখ
‘সংসার সুখের হয় রমণীর গুনে’
অপেক্ষায় ফাঁসিকাঠ
গদগদ চিত্তে খোঁড়ে যৌবন
এক ম্যাজিক অম্বিতবাস তোমাকে ঘিরে  
নাচায় সমাজ তস্কর, শোন না প্রপাত ধ্বনি


অচ্ছুৎ হয়ে আছো
ছোঁব কিভাবেa