শব্দ
        রতন সেনগুপ্ত
       -------------------  
শব্দকে এতো আতুপাতু করো না
সে অজন্মা থেকে যাবে
আলালে ধনরত্ন যত্নে থাকে, বাড়ে অবাধে
তোমার শব্দ চষবে মাটি নেবে হাতুড়ি কাস্তে
মাটি জল নিয়ে অবৈভব জীবন
তাকে বৈকুণ্ঠে রেখো না, দেখিয়ো না আজন্ম শোক


তোমার থেকে শব্দ উঠে গেলে অনেক ওপরে
বাজিগর হাততালি দেবে, ডেকে নেবে
সরাবে ভাইজান গোত্র পাল্টে
দেবে আস্তরণ, চারিদিকে শুধু সুখিজন
অমঙ্গল চাপা দেবে কার্পেট  


যদিও এমনই হয় এমনই নিয়ম
ব্যতিক্রম দেখে না চোখ
ঠিকরে দেবে আলো
অন্ধ হয়ে অন্ধকার দেখবে কিভাবে  
সে তো দুলাল হয়ে তোমাকে নাচাবে


এক বিস্তৃত  ফারাক দেখাবে সমতল
নেমে যাবে শিশিরের মত
অবাধ বঞ্চনা অবৈধ লেখা বলে
থেমে যাবে ? রক্ত চোখের পর
দেখবে না নীল সাগর ?