সংসদ
রতন সেনগুপ্ত
-------------------
গালাগাল থামাবার আগে
কয়েকটা চতুর হাততালি পিঠ চুলকে নিলো
শীত-সন্ত্রাস আপাতত স্থগিত
বড়ো প্রকাশ্যে দু'হাতে পাঁক লেগেছে সাদা জামায়
স্পিকারের নির্দেশ 'এবার জামা বদলান, দেশ দেখছে
সবার বুকে উল্কি কাটা ঘোটালা, দ্রাক্ষারসে ভেজা ঘাম
জামা বদলে আবার আসুন কাল'
স্মৃতি দুর্বল


এ গুজবে কান দেবেন না, সব মিথ্যে সমাচার


এতো বছর লাইনে দাঁড়িয়েছ, দাঁড়াও আবার
জুটে যাবে  ছোলা মুড়ি, আশা-ভরসা-ভবিষ্যৎ
হোঁচট খেয়ে নখ থেঁতলে গিয়েছে, সময় লাগবে
ভাঙ্গা নখ গজাবে আবার
খাঁড়া রোদ মাথার ওপর
মাথা নেবে শীততাপ, দাঁড়াও


সে তো কথা বলে তোমারই জন্য, বরফও গলে
হম্বিতম্বি হাড় গুঁড়ো করে দেওয়া হুমকি সব তোমার জন্য
তোমারই জন্য ভেজে চোখ অবিরত
গ্লিসারিন খুঁজো না পকেটে


সংখ্যাগরিষ্ঠের ভোটে বিল পাশ হল -- কামরাঙা ঝোলে
মাথা ঠোকে মাথায় মাথায়
ধুলো আকাশে ওড়ে, তোমার চোখেও জল
বিড়ালটা মাছ খেলো না, নির্জলা উপবাস
বেনারস ঘাটে শুদ্ধাচারে তপস্বী হল -- এ বড়ো সুখের সময়


এপিঠ ওপিঠ টস, খেলার নিয়ম এমন
শেয়াল ঢুকবে না, ভাঙ্গা বেড়াও থাকবে না আর -- এবার কঠিন শপথ
ঝাড়-ফুঁকে শুদ্ধ হবে
সংসদ চলছে চলবে, মাথার দিব্যি
শুধু তোমারই জন্য