তোলাবাজ
রতন সেনগুপ্ত
-------------
এত যোগ বিয়োগের খেলা
ভাগও ভাল জানেন
গুন আপন স্বভাবে বাড়ে
আপনি মাস্টার মাইন্ড
আপনি সদাশিব, আবার গোলক অধিস্বর, স্থির ও অস্থির
গুনকে বাড়েন আপনি, সবেতেই গুণধর


মৃত্যু আপনাকে বড় কষ্ট দেয়, সেরা মৃত্যুবাণ আপনার
ব্রম্ভাস্ত্র আপনার, সৃষ্টি স্থিতি লয় আপনার
আপনি যুগাবতার
এক শিশু মৃত্যুর যন্ত্রণা
হাজার শিশু রক্তে মেটান


বাংলা প্রবাদ বলে, চালুনি সূচের ফুটো খোঁজে
এবিষয়ে আপনি গনৎকার
মন্দ লোকে কত মন্দ কথা বলে
বলে মহাকাশে হাজার শকুন ওড়ে আপনার
তারা গন্ধ শুঁকে বলে দেয়
কোন দেশ বনাবেন ভাগাড়
সে দেশের ওৎপাতা শৃগাল অপেক্ষায় থাকে আপনার
মহানুভব এলেই কৃতার্থ হয় তারা
অনার্য সম্পদে উচ্ছিষ্ট তো কম নয়
এ ভক্তকুলে বঞ্চনা করেন না কখনও
বোঝেন ভাল কাকে কতটা দরকার


আপনার পালটি মতবাদ, কোথাও গনতন্ত্রের জন্য লড়েন
কোথাও রাজতন্ত্র বাঁচান
কোথাও দখলদারের পক্ষে, কোথাও রুদ্র ভুবনেশ্বর


মাপ করবেন, ছোট চোখে আপণাকে তোলাবাজ মনে হয়
পাড়ায় রোজ দেখি তো
মুশকিল কী, আপনি বড় গুলিয়ে দেন