উদ্বাস্তু                                                                                                          1/1/2018
রতন সেনগুপ্ত


বাস্তু নেই আমাদের কারো
যেকোনো মুহূর্তে উদ্বাস্তু হতে পারি
পৃথিবীর কোন পাটিগণিতে সে অঙ্ক মেলে না
কয়েকজন বিধাতাই ঠিক করে নেন
তাদের মহব্বতের দেশ


তুমি আমি চলতি কথায় কলুর বলদ
গুঁতোবার শিং কেটে নেয় প্রভুর প্রসাদ  
অন্ধকার দেখায় আলোর জ্যোতি
পেছনে বহুদূরে মিটমিট হ্যাজাক জ্বলে, বহুদূরে


ঐ তো আলো - মৃত শম্বুক রক্তে গড়ায়
ঐ তো আলো – বধূ হত্যার পাতাল প্রবেশ  
ঐ তো আলো – ধর্ষণে ইন্দ্র, শিব-শঙ্কর  
অহল্যা পাথর, মনসার জন্ম গান  


প্রজাতন্ত্রের বুকের উপর নাচে যজ্ঞ সুখ
খাণ্ডব জ্বলে, গড়ে ইন্দ্রপ্রস্থ
বাস্তু নেই আমাদের কারো
রোহিঙ্গা বা ছত্রিশগড় যাই ধরো


ঘরের খেয়ে বনের মোষ তাড়াবার সাহস ফুরিয়েছে কবে
ইষ্টনাম জপে জপে আমাদেরও চলে যেতে হবে


জাহান্নামের রাস্তাটা কয়েকজন আটকে রেখেছে
এই যা ......