যতবার মন তোমার দেখা পায়
ডানা ঝাপটায়
উড়ে যায়
নরম ঘাসের কচি কচি আগায় ।
ফুঁ দিলেই তো কথাই নেই
উড়ে যাবেই
শিমূল ফুলের তুলো হয়ে ভেসে ভেসেই ।
ইচ্ছে করে অনেক বার
বুদবুদ হয়ে উড়ে গিয়ে
তোমার গায়ে আটকে থাকার ।
মাঝে মাঝে ব্রষ্টি হয়ে ঝরে
তোমার উপর পড়ে
মিশে যেতে চায় একেবারে
রক্তের গহ্বরে ।
চলে গেছো কখন
হয়ে গেছে রাস্তা ফাঁকা
দাঁড়িয়ে রয় তবু একা
প্রেম ভাবনায় পুরোপুরি মাখা
উড়ন্ত মন ।
[এটি স্বরব্রত্ত রীতিতে মুক্তক ছন্দে লেখা ]