কষ্টিপাথরে যাচাই করো আমায়,
ছলনার সাগরে হাবুডুবু খাই,
পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত সবই বৃথা,
হারায়ে যায় সুত্রগুলো সুনামীর ঝড়ে।
তাই কোনদিন
জীবন-সমীকরণ তৈরী হয়নি,
তৈরী হয়নি কোন কংক্রীটের পথ।
তোমার ভ্রুকুটি আর উপেক্ষা
ব্যর্থতা করেছে আহ্বান।
নিঃসঙ্গ জড়তায় দিন কাটে,
ত্রিশঙ্কু-স্বর্গরাজ্য হাতছানি দেয়,
বুদবুদ ভেসে যায় আকাশের বুকে,
মায়াবিনী পথে তাই করি বিচরণ।