সারাদিন ব্যস্ত থাকি নানা তাড়নায়,
চিন্তায় মশগুল সকল সময়,
অশান্তি জ্বলে যেন ধিকিধিকি করে
ঘন্টা, দিন, সপ্তাহ, সারাটা বছর।
সূর্যের মুখ দেখি, জঠর জ্বালায়
হন্যে হয়ে ঘুরি শুধু এদিক-ওদিক,
ঘর্মাক্ত চেহারা, কিম্ভুতবেশ,
উত্তেজিত মন আর বিরসবদন,
সন্ধ্যেবেলা ঘরে ফিরি।
দুঃস্বপ্ন তাড়া করে শয়নের মাঝে।
হাজারো সমস্যা দেখি চারদিকে মোর,
একে একে লাইন দিয়ে দাঁড়ায় সমুখে,
কাঁপিছে হৃদয় সদা, কাঁপিছে শরীর।
সমাধান হবে কত! শেষ কিছু নেই।