তোমার অপূর্ব সৃষ্টি ভূমন্ডল জুড়ে,
পাহাড়-পর্বত, অরণ্য-জনপদ, ধু-ধু বালুকণা,
সমুদ্রের ফেনিল জলরাশি,
আকাশের তারা আর মাটির সম্পদ,
মননের অভিষেক মনের ভিতর।
চিন্তায় কাঁপে মন প্রতি ক্ষণে ক্ষণে
বহুরূপী চিন্তা কত কথা বলে।
সুচিন্তা ফসল তোলে অনেকের ঘরে,
কুচিন্তা দাপায় শুধু অস্থির চরণে,
নির্দয় চিন্তাগুলো করে হানাহানি,
সদয় চিন্তন ঢালে শান্তিরসধারা,
কুরেকুরে খায় যত দুশ্চিন্তা সকল।
নিজেরে শান্ত রাখা নয়ত সহজ,
অর্থ আর অনর্থের জটিল ভাবনা,
কোনমতে কোনদিন যায়না তো ভোলা!
সত্ত্ব, তম, রজতে ভরেছে ভুবন,
বিভিন্ন স্বরূপ তার, বিভিন্ন মনন।