তুমি নিপুণ খেলোয়াড়ের মত
গড়ে তোলো তোমার সাম্রাজ্য,
সৃষ্টি করো আলো-আঁধারের রহস্য।
নভোতলে অদৃশ্য গোলকধাঁধায়,
ঘন নিবিড় কুয়াশায়,
অন্তরীণ তুমি।
আমি ভাবি,
তুমি আছ বা নেই!
তুমি খেলো নিজের মনে,
হাসি কান্নার দোলায় কেঁপে ওঠে আমার মন।
তোমার পরীক্ষাগারে আমি গিনিপিগ,
কাঁটো, ছেঁড়ো, ফেলে দাও –
তোমার অভিলাষ।
আমি শ্রান্ত,
ক্লান্তি এগিয়ে আসে ধীর পায়ে,
অসীম লঘুতায় আমি নিঃশেষিত।