আমি ভাবি
ভাবি অনেক কিছু,
কোনটাই সম্পূর্ণ হয় না।
তোমার হাতে রয়েছে সুতো,
তুমি কন্ট্রোল করো ইচ্ছেগুলো,
সেন্সর কর আমার মননকে।
তাই কোনটা পূর্ন, কোনটা আধো,
কোনটা রূপ পায় না কখনো।
ভাবনাগুলো ছুটতে ছুটতে হঠাৎ পথ বদলায়,
কখনো বা লুপ্ত হয় চোখের পলকে,
আমি অসহায়।
চেয়ে থাকি গভীর হতাশায়।
রাশ ধরো তুমি,
গন্ডী এঁকে দাও নিজের হাতে,
গোলকধাঁধায় ঘোরে ক্লান্ত শরীর।
ভাবনা বিলুপ্ত হয়,
অহমিকা ঝরে পড়ে,
অনন্ত বিশ্বজুড়ে তোমার পরশ।