অনেক অনেক ইচ্ছে
ভেসে ওঠে মনের মুকুরে,
রঙিন, সাদা কিংবা ঘোলাটে।
স্বপনের ঘোরে খেলে শিশুরা যখন,
আহ্লাদে আটখানা ভাবেতে বিভোর।
কখনো হাত ছোঁড়ে, কখনো বা পা,
মুখের ব্যাদান দেখি হরেক রকম।
হঠাৎ চীৎকার করে ঘুমের ভিতর,
কান্নার রেশ শুনি কখনো কখনো,
অস্ফুট আওয়াজে পিলে চমকায়,
ঘোলাটে বা আবছা হঠাৎ মিলায়।
সেজেছে ইচ্ছেগুলো আপন খেয়ালে।
জন্মরূপী ঘোড়া যেন ছুটছে দূরন্ত,
কল্পিত শোভাময় বিস্তৃত সড়কে,
শেষকালে পৌঁছে  যায় মৃত্যু- সীমানায়।
কামনা-বাসনা গুলো বহুদিন ধরে
মনের গোপন কক্ষে বসবাস করে।
তোমার যাদুভরা বিদায়-ম্যাগনেট
টানিছে ক্লান্ত দেহ সীমান্ত ওপারে,
অবশেষে ইচ্ছেগুলো হয়েছে বিলীন।