পাখী ওড়ে,
উপরে, আরো উপরে উড়তে চায়,
মুক্তি চায় অসীমের মাঝে।
ধরণীর টান,
মাটির আঘ্রাণ,
মাঠের সোনালি ধান,
শরতের শিশির, বসন্তের গান
ডাক দিয়ে যায়, বারবার।
নিউক্লিয়াসের আকর্ষণে বদ্ধ ইলেকট্রন।
মা, মাটি, মন
বৃত্তাকার সড়কের অপূর্ব গঠন।
তাই একদিন
নিয়েছে আশ্রয় এই ধরিত্রীর বুকে।