তরঙ্গের আঘাতে হাবুডুবু খেতে খেতে
ইতস্ততঃ ভেসে চলি,
বাঁচার প্রচন্ড তাগিদে
সৃষ্টি করি অসংখ্য সমীকরণ।
ভূ ও জ্যোতিতে চোখ রেখে
সমাধান পাইনি কখনো,
হারিয়ে যাই আবর্তের মাঝে।
তুমি আলোছায়ায় লুকোচুরি খেল,
সুর তোল সবার মনে।
আমি বিভাজিত,
অসংখ্য ধারায় আঘাত করি তোমার ব্যুহে।
বেদনার স্ফুলিঙ্গ ছিটকে পড়ে চারদিকে,
আলোকের ছটা খুঁজি ধরণীর মাঝে।